সিআইপিডি’র ২৫ বৎসর পূর্তি স্মারক গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে।

যে কোন কাজের মূল্যায়ণ হয় অভিষ্ট লক্ষ্য অর্জনের চুড়ান্ত ফলাফলে। বিগত ২৫ বৎসরে CIPD যে সেবা প্রদান করেছে ও যে সব উন্নয়নমূলক কাজ করেছে তার পরিমাপ করবেন সেবাগ্রাহী সুফলভোগীগণ, প্রকল্পের সফলতা মূল্যায়ণ করবেন দাতা ও দাতা সংস্থা, যার প্রতিফলন ঘটবে সমাজিক ও আর্থিক উন্নয়নের মাপকাঠিতে । CIPD শুধু তার নির্দিষ্ট লক্ষ্য অজর্নে অনেক সীমাবদ্ধতার মধ্যে পরিকল্পিতভাবে কাজ সম্পাদন করেছে। আমরা শুধু বলতে পারি CIPD অত্যন্ত সততার সাথে কাজ করেছে।

বিগত ২৫ বৎসরের কার্যক্রমে জড়িত CIPD এর অংশীদার, দাতা সংস্থা, নেটওর্য়াক সদস্য, সংস্থার নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সদস্য, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই তাদের সর্বাত্মক সহযোগিতার জন্য। আমরা আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিও কৃতজ্ঞ যারা আমাদের কর্মসূচির বাস্তবায়নকে নিরাপদ করতে সহায়তা করেছেন এবং আরও ধন্যবাদ জানাই আমার সহকর্মীদের যারা আজ পর্যন্ত এই সংস্থায় কাজ করছেন যাদের নিরন্ত ও আন্তরিক প্রচেষ্টা ছাড়া CIPD এই পর্যায়ে পৌঁছাতে পারত না।