তারিখ : ২০/০১/২০২০খ্রি:
সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এন্ড ডেভেলপমেন্ট (সিআইপিডি) একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা, যা বিগত ১৯ বৎসর যাবৎ বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এইসব উন্নয়ন প্রকল্পের পাশাপাশি ২০০৭ থেকে সিআইপিডি পিকেএসএফ এর অর্থায়নে গ্রামীণ ক্ষুদ্রঋণ কর্মসূচি সফলভাবে পরিচালনা করছে। এই গ্রামীণ ক্ষুদ্রঋণ কর্মসূচিতে জরুরী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নের শর্ত সাপেক্ষে দরখান্ত আহ্বান করছে। শর্তসমূহ:
পদ ও সংখ্যা | প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি |
১। কমিউনিটি অর্গানাইজার-পুরুষ-১ জন | ১) তিন পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা যে কোন উপজাতি/অপউপজাতীয় প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে, অউপজাতীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে; ২) কাজের অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে, তবে ক্ষুদ্রঋণ কর্মসূচিতে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং যে কোন উপজেলায় কাজ করার মানষিকতা থাকতে হবে; ৩) সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, বিএ/বিএসএস বা সমমানের ডিগ্রি পাশ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে; ৪) বয়স সর্বনিম্ন ২৫ ও সর্বোচ্চ ৩৫ বৎসর, ৩ বৎসরের অধিক অভিজ্ঞ প্রার্থীর বয়স শিথিল যোগ্য; ৫) সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী ৬-১২ মাস প্রবেশনারী কালের পর স্থায়ী হলে স্কেল অনুযায়ী বেতন-ভাতা (বাড়ী ভাড়া, মহার্ঘ ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ও গ্রাচ্যুয়িটি প্রদান করা হবে; ৬) সংস্থার ওয়েবসাইট www.cipdauk.org এ প্রদত্ত ফরমেট মোতাবেক আগামী ৩০ জানুয়ারী ২০২০ তারিখের বিকাল ৫ টার মধ্যে ব্যক্তিগত ই-মেইল একাউন্ট থেকে cipdcht@gmail.com. আবেদন করতে হবে। উক্ত সময়ের পর কোন আবেদন গ্রহনযোগ্য হবে না। ৭) আবেদন পত্রে অনুসরনীয় বিষয়ে অসম্পূর্ণ থাকলে আবেদন পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। বাছাইকৃত যোগ্য প্রার্থীদের সাথে যোগাযোগ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফোনে ম্যাসেজ ও ই-মেইলে আহ্বান করা হবে। ৮) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ৯) বিভিন্ন সংস্থায় কর্মরত প্রার্থীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পত্র/ অনাপত্তি পত্র থাকতে হবে। ১০) বিজ্ঞাপিত পদে লোক নিয়োগে কর্তপক্ষ বাধ্য নয়। কোন প্রকার তদবির অযোগ্যতা বলে বিবেচিত হবে। |