২০তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ

জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশ ২০০৭ সাল থেকে সংস্থাটির সদস্য। তবে আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন শুরু করে ২০১৭ সাল থেকে। এর ধারাবাহিকতায় ৯ ডিসেম্বর ,২০২২ ইং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপনে জুরাছড়ি উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম এন্ড ডেভেলপমেন্ট (সিআইপিডি) অংশ গ্রহণ করেন।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানব বন্ধন, র‌্যালী এবং পরে জুরাছড়ি উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করে উপজেলা পর্যায়ে বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী, স্কুলে ছাত্র/ছাত্রীবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন স্তরের সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সেচ্চার হতে হবে।