আজ অমর ২১শে ফেব্রুয়ারি

‘একুশ‌’ একটি রক্তিম চেতনা, অনুপ্রেরণা, গর্ব, মাথা নত না করা, বিপ্লব, মিছিল, অধিকার, আত্মপরিচয়, জাতিসত্তাবোধ ও ভাষার ভালোবাসা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনাকে ধারন করতে ২০১০ সালে জাতিসংঘ কর্তৃক একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।

এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘ Using technology for multilingual learning: Challenges and opportunities’ বহুভাষিক শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার: সমস্যা ও সম্ভাবনা”। প্রযুক্তির কল্যাণে পৃথিবীতে ছোট বড় সকল জাতির ভাষা উন্মুক্ত হোক।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাভরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি।