আঞ্চলিক পরিষদের সিআইপিডি কার্যালয় পরিদর্শন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ২ জন সম্মানিত সদস্য গত ১০ ডিসেম্বর সকাল ১১.৩০ ঘটিকা হতে দুপুর ১.৩০ ঘটিকা পর্যন্ত সিআইপিডি কার্যালয় পরিদর্শন করেন। পরিষদের নিয়মিত তদারকির অংশ হিসেবে জনাব নুরুল আলম ও শ্রী চাই থোয়াই প্রু এ পরিদর্শনে আসেন। উল্লেখ্য, উন্নয়ন বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বা তিন পার্বত্য জেলায় সকল প্রকার উন্নয়নে আঞ্চলিক পরিষদের তত্ত্বাবধান ও সমন্বয় সাধনের এখতিয়ার রয়েছে। বৈদেশিক অর্থে এনজিও এর মাধ্যমে পরিচালিত প্রকল্পের ক্ষেত্রে প্রকল্প অনুমোদনের পূর্বে আঞ্চলিক পরিষদ হতে অনাপত্তিপত্র প্রাপ্তি সাপেক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ঐ প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়ে থাকে।

এই পরিদর্শনকালে সিআইপিডি এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি প্রফেসর মংসানু চৌধুরি, প্রধান নির্বাহী কর্মকর্তা মিঃ জন লাল চাকমা, আঞ্চলিক ব্যবস্থাপক মিঃ ভেটায়্যান চাকমা এবং মনিটরিং এন্ড অডিট অফিসার শ্রীঃ মিন্টু মারমা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে সিআইপিডি এর কার্যক্রম সম্পর্কে পরিদর্শকদ্বয়কে ব্রিফ করা হয় এবং সংশ্লিষ্ট কাগজপত্রও দেয়া হয়। তাঁরা সিআইপিডি এর কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। তবে, ক্ষুদ্রঋণের সুদের হার আরও কিছুটা হ্রাস এবং লোনের অংকের পরিমাণ আরও বৃদ্ধি করা যায় কিনা, তা বিবেচনা করতে পরামর্শ প্রদান করেন। সর্বশেষে তাঁদের পরিদর্শন সম্পর্কিত প্রতিবেদন পরিষদ কার্যালয় হতে সংগ্রহ করার জন্যও পরামর্শ দেন।