সিআইপিডির ফুটবল টুর্ণামেন্টে মানিকছড়িকে ৭-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন সাপছড়ি

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে যুব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাপছড়ি ২নং ওয়ার্ডের মানিকছড়িকে ৭-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এ টুর্ণামেন্টে ৮টি দল অংশ নেয়। মঙ্গলবার বিকালে সাপছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সমৃদ্ধি কর্মসূচির ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের আওতায় এ টুর্ণামেন্ট আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা সিআইপিডি। সহযোগীতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ফাইনাল খেলা উপভোগ করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন অংসুই প্রু চৌধুরী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীন চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সিআইপিডির উপদেষ্টা নিরূপা দেওয়ান, রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, সাপছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য সুনীল চাকমা, সিআইপিডির সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন ও ঋণ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক ভেটায়্যান চাকমা।

এ ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৮জন সঞ্চয়কারীকে ১ লাখ ৫১ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা, সিআইপিডির নির্বাহী পরিচালক জনলাল চাকমা উপজেলা সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হৃদয় রঞ্জন চাকমা।

নিউজটি লিঙ্ক : https://paharerkhabor.com/news/6480