‌সিআইপিডি ২৪তম বা‌র্ষিক সাধারণ সভা অনু‌ষ্ঠিত।

অদ‌্য ২৮‌শে এ‌প্রিল ২০২২ রোজ বৃহস্প‌তিবার সিআইপিডি প্রধান কার্যাল‌য়ের ধনঞ্জয় মে‌মো‌রিয়াল হল-এ ‌সিআইপিডি ২৪তম বা‌র্ষিক সাধারণ সভা অনু‌ষ্ঠিত হয়। আয়োজিত সভায় দি‌নের আলোচ্যসূচি অনুযায়ী সাধারণ সদস‌্য নাই উ প্রু মার্মা মেরী (নির্বাহী প‌রিচালক ও‌য়েভ)এর উপস্থাপনায় বা‌র্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করা হয়। স্বাগত বক্তব‌্য রা‌খেন বিদায়ী কার্যকরী প‌রিষ‌দের সাধারণ সম্পাদক য‌শেশ্বর চাকমা (বিল্টু)। ২০২০-২০২১ ও ২০২১-২০২২ অর্থবছ‌রের বা‌জেট বাস্তবায়ন ও নতুন বা‌জেট প‌রিকল্পনা ও বাস্তবায়‌নের কৌশল উপস্থাপন ক‌রেন সংস্থার সুযোগ‌্য নির্বাহী প‌রিচালক জনলাল চাকমা । দিন ব‌্যাপী বা‌র্ষিক সাধারণ সভায় সভাপ‌তিত্ব ক‌রেন সংস্থার বিদায়ী ক‌মি‌টির সভাপ‌তি শিক্ষা‌বিদ প্রফেসর মংসানু চৌধূরী । উপ‌স্থিত ছি‌লেন সংস্থার উপ‌দেষ্টা প‌রিষ‌দের সম্মা‌নিত সদস‌্য শিক্ষা‌বিদ ও মানবা‌ধিকার কর্মী নিরূপা দেওয়ান ও সমাজকর্মী শীলা দেওয়ান। সভার শুরু‌তে পর‌লোকগত সংস্থার প্রতিষ্ঠাতা সভাপ‌তি ধনঞ্জয় চাকমা সদস‌্য বিম‌লেন্দু চাকমা,চিত্র শিল্পী গৌতম ম‌নি চাকমা(অংকন বাবু), তুষার কা‌ন্তি তালুকদার স্মর‌ণে ১ মি‌নিট নিরবতা পালন করা হয়।

আজকের অনু‌ষ্ঠিত বা‌র্ষিক সাধারণ সভায় পরবর্তী ৩বছ‌রের জন‌্য ১০তম নতুন কার্যকরী প‌রিষদ গ‌ঠিত হয়। নব গ‌ঠিত ক‌মি‌টি‌তে অর্ণব চাকমা-সভাপ‌তি, সাধারণ সম্পাদক– সু‌খেশ্বর চাকমা(পল্টু), অর্থ সম্পাদক– ম‌ন্টি দেওয়ান ও সদস‌্য হি‌সে‌বে তে‌জো দীপ্ত চাকমা, আবর্তন চাকমা,সরসী দেওয়ান ও প্রকৌশলী ত্রিরতন চাকমা। বিদায়ী ক‌মি‌টির সম্মা‌নিত চেয়ারপার্সন মংসানু চৌধূরী‌ স‌্যার‌কে উপ‌দেষ্টা প‌রিষ‌দে নির্বা‌চিত করা হ‌য়ে‌ছে। মুক্ত আলোচনায় উপ‌দেষ্টা প‌রিষদ, সাধারণ সদস‌্যবৃন্দ, প্রকল্প ও কর্মসূ‌চি‌তে কর্মরত সমন্বয়কারীগণ নিজ নিজ মতামত ব‌্যক্ত ক‌রেন ও সংস্থা‌র সাম‌নে দি‌নে এগিয়ে নি‌তে বি‌ভিন্ন ধর‌ণের গুরুত্বপূর্ণ পরামর্শ ও সুপা‌রিশ প্রদান ক‌রেন।

দিনব‌্যাপী অনু‌ষ্ঠিত বা‌র্ষিক সাধারণ সভায় উপস্থা‌পিত বিষ‌য়ে চুল- ছেরা বি‌শ্লেষ‌ণের মাধ‌্যমে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তৎম‌ধ্যে আগামি ২০২৩ সা‌লে সংস্থার ২৫বছর পু‌র্তি রজত জয়ন্তী বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠান উদযাপ‌নে উদ্যোগ গ্রহ‌ণে নব গ‌ঠিত প‌রিষদ‌কে আহবান করা হয়। প‌রি‌শে‌ষে নব গ‌ঠিত প‌রিষদ ও বিদায়ী ক‌মি‌টির সকল সদস‌্যকে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে সভাপ‌তি ম‌হোদয় বা‌র্ষিক সাধারণ সভার সমা‌প্তি ঘোষণা ক‌রেন।