প্রাকৃতিক সোর্স (জিএফএস) থেকে সারা গ্রামে পানি সরবরাহ

মরংছড়ি উপরপাড়া গ্রামটি সাপছড়ি ইউনিয়নের সবচেয়ে প্রত্যন্ত গ্রাম যা ফুরামোন পাদদেশে অবস্থিত। ফুরামোন থেকে বাহিত একটি ছোট্ট ছড়া মরংছড়ি’র নামে গ্রামের নাম। বন উজার হওয়ার কারণে এই মরংছড়িটি বর্ষার সময় ছাড়া অন্য সময়ে শুকিয়ে যায়। ফলে গ্রীস্মকালে গোছলের পানি তো নয়, খাওয়ার পানি পর্যন্ত পায় না গ্রামের ২৫টি পরিবার। ফলে গ্রামটি পরিত্যাগ করার অবস্থা সৃষ্টি হয়েছে।ইতিপূবে রাঙ্গামাটি জেলা পরিষদ থেকে মরংছড়িতে বাঁধ দিয়ে জিএফএস স্থাপন করা হলেও কিন্তু পানির উৎস খোলা ও নোংরা হওয়ায় গ্রামবাসীরা পানি ব্যবহার করতে পারেনি যা, ২০১৭ সালে ১৩ই জুন ভূমিধস ও প্রাকৃতিক দূর্যোগের সম্পূর্নরূপে ভেঙ্গে যায়। এরপর রাঙ্গামাটি জেলা পাবলিক হেল্থ কর্তৃক ৪৫০ ফুট গভীরে পানির লেয়ার না পাওয়ায় গভীর নলকুপ স্থাপন করা যায়নি।

গ্রামবাসীদের এমন দুরাবস্থায় সিআইপিডি ২০১৮ সালে গ্রাম থেকে ২,০০০ ফুট দুরত্বে ও প্রায় ১০০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি প্রাকৃতিক সোর্স (জিএফএস) থেকে পিভিসি পাইপের মাধ্যমে পানি সরবরাহের উদ্যোগ নেয় এবং ৪,০০০ ফুট পিভিসি পাইপের মাধ্যমে ২২টি ঘরে পানি সরবরাহ করতে সফল হয়। সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই প্রকল্পের মাধ্যমে পানির সমস্যা দুর করে গ্রামবাসীদের গ্রাম পরিত্যাগের চিন্তা দূর করা হয় । বিগত ২৬ ফেব্রয়ারি ২০২১ ইং সিআইপিডি’র সাধারণ সম্পাদক যশেশ্বর চাকমা ও প্রধান নির্বাহী জনলাল চাকমা প্রকল্পটি পরিদর্শন ও এর সংরক্ষণের বিষয়ে গ্রামবাসীদের সাথে মতবিনিময় করেন।