সিআইপিডি পরিবারের এক সদস্য (ঋণ কর্মসূচির) COVID-19 গত ১৮/৫/২০২০ তারিখে নমুনা পরীক্ষায় পজেটিভ হওয়ায় গোটা পরিবারটি বর্তমানে হোমকোয়ারেন্টিয়ামে রয়েছে। উক্ত পরিবারের সদস্যদের COVID-19 কার্যকর প্রতিরোধে সহায়তার অংশ হিসেবে সিআইপিডি সামাজিক দায়বদ্ধতা তহবিল হতে উক্ত পরিবারকে পুষ্টিকর জাতীয় খাবার, ফলও সবজি বিতরণ করা হয় । সহায়তার মধ্যে অানারস, লিচু, মোজাম্বি, আপেল, মিষ্টি কুমড়া, লাউ, পুইশাক ও ডিম । সহায়তা তুলে দেন সিআইপিডি প্রধান নির্বাহী কর্মকর্তা মিঃ জনলাল চাকমা। বর্তমানে, পরিবারটির সকল (আক্রান্তকারীসহ) সদস্য সুস্থ রয়েছেন ও ইতিমধ্যে পরিবারের অন্য সকল সদস্যদের নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে। সহায়তা তুলে দেওয়ার সময় “সিআইপিডি’ প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় বলেন আমরা সিআইপিডি পরিবার তাঁদেরসহ COVID-19 আক্রান্ত সকলের আসু রোগ মুক্তির কামনা করছি।
সাথে WHO এবং সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বঝায় রেখে চলাফেরা করার জন্য সকল জনসাধারণের প্রতি বিনীত আহবান জানাচ্ছি।