রাঙ্গামাটি শহরকে করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত রাখতে সিআইপিডি কীট নাশক স্প্রে করার জন্য এলাকা পর্যায়ে ১টি স্প্রে মেসিন, ৫ কেজি ব্লিচিং পাউডার, ১টি বালটি, ১টি মগ, ১টি পিপিই ও ১ জোড়া হ্যান্ড গ্লোভস বিতরণ করেছে। ১৩ ই মে সকাল ১০ ঘটিকায় সংস্থার প্রধান কার্যালয়ে কলেজ গেইট, টিটিসি, কল্যাণপুর, দেবাশীষ নগর, রাজবাড়ী সড়ক, কেকে রায় সড়ক, দেওয়ান পাড়া (তবলছড়ি) একালার স্থানীয় ক্লাব ও যুব প্রতিনিধিদের নিকট স্থানীয়ভাবে কীট নাশক ছিটানোর জন্য এসব কীট নাশক সামগ্রী বিতরণ করা হয়।
এই কীট নাশক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৮ নং ওর্য়াড কাউন্সিলর কালায়ন চাকমা ও সিআইপিডির নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনলাল চাকমা বলেন, লকডাউনের পর ২৬ র্মাচ থেকে সিআইপিডি করোনাভাইরাসের বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর জোর দিয়ে রাঙ্গামাটি সদর, কাপ্তাই, জুরছড়ি, বাঘাইছড়ি, বাঙ্গালহালিয়া এলাকায় লিপলেট বিতরণ করেছে। একই সাথে তিনি এসব এলাকায় হাত ধোওয়ার জন্য জলাধারসহ পানির টেপ বসানোর কার্যক্রম গ্রহণ করেছে। অনুষ্ঠান শেষে কালায়ন চাকমা এই উদ্যোগের জন্য সিআইপিডিকে ধন্যবাদ জানান।