রাঙ্গামাটিকে করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত রাখতে সিআইপিডি রাজবাড়ী এলাকায় হাত ধোয়ার কেন্দ্র ১২ মে উদ্ভোধন করেছে। এই কেন্দ্র উদ্বোধনকালে রাঙ্গামাটি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমা, সিআইপিডি’র সাধারণ সম্পাদক যশেশ্বর চাকমা, আঞ্চলিক ম্যানাজার ভেটায়্যান চাকমা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভেটায়্যান চাকমা বলেন, ২৬ র্মাচ লকডাউনের পর থেকে সিআইপিডি করোনাভাইরাসের বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর জোর দিয়ে মাঠ পর্যায়ে লিপলেট বিতরণ করেছে। একই সাথে তিনি আরো বলেন, রাঙ্গামাটি শহর এলাকায় এরূপ হাত ধোওয়ার জন্য জলাধারসহ পানির টেপ বসানো ও এলাকা পর্যায়ে কীট নাশক ছিটানোর জন্য কীটনাশক সামগ্রী বিতরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে কালায়ন চাকমা এই উদ্যোগের জন্য সিআইপিডিকে ধন্যবাদ জানান।