শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়। আজ ১৮ অক্টোবর ২০২৩ শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন আলোকিত করে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বেশ হেসে খেলেই দিন যাচ্ছিল রাসেলের। চতুর্থ শ্রেণীর দুরন্তপ্রাণ এই শিশু তার পিতার রাজনৈতিক জীবনকে দেখতে শুরু করেছিল মাত্র। বাবার বুকের গভীরে মুখ রেখে সাহস আর বীরত্বের উষ্ণতা নেবার যখনই ছিল শ্রেষ্ঠ সময়, ঠিক তখনই ঘাতকদের দল তাকে নির্মমভাবে হত্যা করে।
‘শেখ রাসেল দিবস’টির আনন্দ আর বেদনার রঙ শিশুদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য সিআইপিডি সমৃদ্ধি কর্মসূচির স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। চিত্রাংকনের বিষয় ছিল ‘আমাদের চেতনায় শেখ রাসেল’।